শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে তেল খালাসের সময় পাইপ ফেটে সড়কে সয়াবিন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে তেল খালাসের সময় পাইপ ফেটে সড়কে সয়াবিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে জাহাজ থেকে ভোজ্যতেল খালাসের (আনলোড) সময় পাইপ ফেটে সড়কে তেল ছড়িয়ে পড়েছে। এতে একদিকে যেমন যান চলাচলে বিঘ্ন ঘটে, অন্যদিকে ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করতে উৎসুক জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কাঁচপুর ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর এলাকায় নোঙর করা একটি জাহাজ থেকে পাইপের মাধ্যমে টিকে গ্রুপের সয়াবিন তেল খালাস করা হচ্ছিল। হঠাৎ পাইপ ফেটে গেলে বিপুল পরিমাণ তেল সড়কে ছড়িয়ে পড়ে। এতে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হয়।

একপর্যায়ে রাস্তায় জমে থাকা তেল সংগ্রহ করতে বালতি ও ড্রামসহ বিভিন্ন পাত্র নিয়ে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হলে দ্রুত তেল সরবরাহের লাইনটি বন্ধ করে দেওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, জাহাজ থেকে তেল নামানোর সময় পাইপ ফেটে ভোজ্যতেল রাস্তায় ছড়িয়ে পড়ে। শুরুতে অনেকে একে জ্বালানি তেল ভেবে আতঙ্কিত হন এবং কেউ কেউ বিস্ফোরণের গুজব ছড়ান। তবে প্রকৃতপক্ষে কোনো বিস্ফোরণ বা ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটেনি; এটি ছিল নিছক ভোজ্যতেল।

তিনি আরও বলেন, ‘ভোজ্যতেল হওয়ায় বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা ঝুঁকির আশঙ্কা নেই। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।’


বিজ্ঞাপন


ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়ক পরিষ্কার করে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে কাজ শুরু করেছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর