ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি অমান্য করে কোনো অনুষ্ঠান, দোয়া মাহফিল বা সামাজিক আয়োজনের আড়ালে নির্বাচনি প্রচারণা চালানোর সুযোগ নেই—এমন অবস্থানে কঠোর রয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে ফরিদপুরের আলফাডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটি ভোজ অনুষ্ঠানের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামে সাবেক ইউপি সদস্য কসাই ওলিয়ার রহমানের বাড়িতে ভোজ অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ মানুষের জমায়েতের প্রস্তুতি চলছিল। ওই অনুষ্ঠানে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
বিজ্ঞাপন
বিষয়টি জানতে পেরে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত নূর মৌসুমী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেন। প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত অনুষ্ঠানটি শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি।
নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না।
এর আগে আলফাডাঙ্গার কামারগ্রাম কাঞ্চন একাডেমী স্কুল মাঠে অনুমতি ছাড়া রাজনৈতিক সমাবেশের চেষ্টা করেন বিএনপি প্রার্থী নাসিরুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুর রহমান। তার উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন নাসির। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার সমর্থককে জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।

