হবিগঞ্জ সীমান্ত অভিযান পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ ও ৯০ কেজি বাংলাদেশি রাবার জব্দ করেছে ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। যার সিজার মূল্য প্রায় ৯৮ হাজার টাকা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজ্ঞাপন
বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের খবর পায়। এ প্রেক্ষিতে বাল্লা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে খোয়াইফ্রন্ট নামক এলাকায় টহল পরিচালনা করে।
এতে ভারত হতে মাদক পাচারকারী বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে, তারা বস্তা ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক বস্তাটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এছাড়াও বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুঞ্জবন নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় ভারতে পাচার করার সময় মালিকবিহীন অবস্থায় ৯০ কেজি বাংলাদেশী রাবারসহ ১ টি বাইসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে ও বাংলাদেশি রাবার কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক ও চোরালানে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

