শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জয়পুরহাটে ‘ভোটের গাড়ি’

জেলা প্রতিনিধি, জয়পুরহাট 
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে জয়পুরহাটে ‘ভোটের গাড়ি’

২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জয়পুরহাট জেলা শহরে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘মিনি কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানসহ বিভিন্ন এলাকায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। ‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিজ্ঞাপন


ভ্রাম্যমাণ এই ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আর্তনাদ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক বিভিন্ন বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। এসব প্রামাণ্যচিত্র ও প্রদর্শনী দেখতে স্থানীয় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিপুল কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজজাদ হোসেন, মো. মাহবুবুল হক, এস. এম. তানভীর উল আলম ও আয়েশা সিদ্দীকা তাওহীদা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর