শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বেগম জিয়ার পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান: এএমএম বাহাউদ্দীন

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

বেগম জিয়ার পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান: এএমএম বাহাউদ্দীন

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন দর্শন ও দূরদর্শী পরিকল্পনা অনুসরণ করে তারেক রহমান দেশের নেতৃত্ব দিলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার যশোরের একটি হোটেলে স্থানীয় জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাদরাসা শিক্ষার উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণ ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


বক্তব্যে বাহাউদ্দীন বাংলাদেশের অর্থনীতিতে পোশাক খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, খালেদা জিয়া তাঁর প্রধানমন্ত্রিত্বের আমলে এই খাতের প্রসারে বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছিলেন। তিনি বলেন, “পোশাক শিল্পে কর্মসংস্থান সৃষ্টি এবং নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে তিনি দেশের একটি বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করেছিলেন।”

তিনি আরও দাবি করেন, দেশের মাদরাসা শিক্ষকদের বেতন কাঠামো সংস্কার এবং শিক্ষার মান উন্নয়নে খালেদা জিয়ার সরকারই প্রথম কার্যকর ভূমিকা রেখেছিল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিগত সরকারের আমলের সমালোচনা করে বলেন, গত ১৫ বছর দেশে ধর্মীয় পরিবেশ সংকুচিত ছিল এবং আলেম-ওলামারা হয়রানির শিকার হয়েছেন।

অমিত বলেন, “মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও দাড়ি-টুপি বা পর্দা পালনের কারণে মানুষকে লাঞ্ছিত হতে হয়েছে। রাষ্ট্র নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় ব্যর্থ ছিল।” আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সব ধর্মের মানুষের সহাবস্থান এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।


বিজ্ঞাপন


যশোর সদর থানা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং সংগঠনের কেন্দ্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর