শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়। এ প্রতিবেদন লেখার সময় রাত সাড়ে ৭টায়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গুদামগুলো পাশাপাশি থাকায় কয়েকটি গুদাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর