গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফেয়ার ডিল ও এসকুফ নামীয় ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে এ মাদকে জড়িত ফরিদা বেগম (৪৮) ও আনিছা বেগম (৬০) নামের দুই কারবারিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের একবারপুর নামকস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ফরিদা বেগম দিনাজপুরের হাকিমপুর উপজেলার পালিবটতলী গুচ্ছগ্রামের বেলাল হোসেনের স্ত্রী ও আনিছা বেগম বগুড়া পৌরসভার মালস্নান ভাবতলা এলাকার তোতা শেখের স্ত্রী।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়াগামী একটি সিএনজি গতিরোধ করা হয়। পরে নারী পুলিশ সদস্য শাপলা রাণী সিংহ তল্লাশি চালান। এতে ফরিদা বেগমের শরীর থেকে কোডিন ফসফেট মিশ্রিত ফেয়ারডিল ১৫ বোতল এবং আনিছা বেগমের শরীর থেকে কোডিন ফসফেট মিশ্রিত এসকুফ ১৫ বোতল মাদক উদ্ধার করা হয়। একইসঙ্গে এ নারীদের গ্রেফতার করে মামলা দেওয়া হয়।
প্রতিনিধি/এজে

