শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিপিসির পাইপলাইন ছিদ্র করে তেল চুরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

বিপিসির পাইপলাইন ছিদ্র করে তেল চুরি

বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশনের (বিপিসি) তেল পরিবহন পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুরজাহান নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশন (বিপিসি)-এর দুই কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া বিপিসির কর্মকর্তারা কোনোরকম তথ্য দিতে রাজি হননি।

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বিপিসির তেল পাইপলাইনের ওপর নির্মিত টিনশেড ঘর ভাড়া নেন। 

পরবর্তীতে সুযোগ বুঝে তিনি পাইপলাইনে ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন। ঘটনাটি নজরে আসার পর স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

‎‎এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কী পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। ঘটনায় আটক ঘরের মালিক নুরজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

টিনশেড ঘরটির মালিক নুরজাহান বলেন, প্রায় এক মাস আগে আমিরুল ইসলাম ঘরটি ভাড়া নেন। তাঁর স্বামী নুরুল আবছার ঘরটি ভাড়া দিলেও ভাড়াটিয়ার কোনো ঠিকানা সংরক্ষণ করেনি। তেল চুরির ঘটনা ফাঁস হওয়ার পর আমিরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। 


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর