দিনাজপুর সদরের পুকুর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় খয়রাত আলী (৪৪) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সদর উপজেলার সুন্দরবন গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
নিহত খয়রাত আলী কাহারোল উপজেলার কাজিরহাট সাইনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় বিয়ের ভাড়ার কথা বলে অজ্ঞাতনামা চার ব্যক্তি তাকে কান্তনগর মোড় থেকে সুন্দরবন গ্রামে নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূর নবী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এজে

