শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

হাওর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই, আটক ২

ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীদের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি ছুরি, ৪ হাজার ১০০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহ স্টেশনের অদূরে কেওয়াটখালী এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশন ছেড়ে মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। ট্রেনটি কেওয়াটখালী এলাকায় পৌঁছালে ওই দুই যুবক দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে শুরু করে। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে পাশের বগিতে থাকা রেলওয়ে পুলিশ সদস্যরা অন্য যাত্রীদের সহায়তায় ছিনতাইকারীদের হাতেনাতে আটক করেন।

ভোররাতে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছালে আটককৃতদের মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। ছিনতাইয়ের শিকার যাত্রীরা নেত্রকোনার বারহাট্টা, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আটককৃতদের পরিচয়: আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকার আজমাইন হোসেন নিঝুম (৩০) এবং মো. মেহেদী হাসান তানভীর (১৮)।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের ময়মনসিংহ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর