বাগেরহাট জেলার শরণখোলায় ১০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ইলিয়াস তালুকদারকে (৪২) গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার রায়েন্দা বাজার ওয়াপদা কলোনির পেছন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ইলিয়াসকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইলিয়াস ওই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াসের আস্তানায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস কুখ্যাত পেশাদার অপরাধী। ইতিপূর্বে তাকে চুরি হওয়া মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে আগে থেকেই থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘকাল ধরে এলাকায় প্রকাশ্য মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এলেও তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। ফলে সাধারণ মানুষ সবসময় ভীতসন্ত্রস্ত অবস্থায় দিন পার করত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে।
ইএইচ/ক.ম/

