সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে ‘শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা পুলিশ সুপার আরেফিন জুয়েল। তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদী নিজের জীবন উৎসর্গ করে তিনি দেখিয়ে দিয়েছেন কীভাবে দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য কাজ করতে হয়। এ দেশের মানুষ কখনো শহীদ ওসমান হাদীকে ভুলবে না।
অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অর্ঘ্য বিন জুয়েল, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন এবং ‘আপ বাংলাদেশ’ জেলা আহ্বায়ক আক্তারুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকেরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

