মেহেরপুরের মুজিবনগর উপজেলায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত সেনাবাহিনীর মেহেরপুর ইউনিটের একটি দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে বিল্লাল হোসেনের নিজ বাড়ির ওয়ারড্রব থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সেনা ক্যাম্প সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটক বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মাদার বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, আটক বিল্লাল হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মেহেরপুর সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি

