ময়মনসিংহের তারাকান্দায় ভন্ড ফকির খেতা শাহর সঙ্গে পালিয়ে যাওয়া সেই নারীকে উদ্ধার করা হয়েছে। ১৯ দিন পর ওই নারীকে পুলিশ উদ্ধার করলেও পলাতক রয়েছে খেতা শাহ।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। এর আগে সোমবার দুপুরে গাজিপুর জেলার টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
ওসি, ওই নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। জবানবন্দির জন্য তাকে আদালতে পাঠানো হবে। খেতা শাহকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এর আগে, ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন এক যুবক। পরে ২২ জুন ওই যুবকের স্ত্রীকে নিয়েই উধাও হন খেতা শাহ। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরে ১ জুলাই ওই নারীর স্বামী বাদী হয়ে খেতা শাহকে আসামী করে তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করেন।
প্রতিনিধি/এএ