জামালপুর সদর উপজেলায় প্রতিবেশির ছুরির আঘাতে মো. জিহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পায়নি পুলিশ।
বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী পশ্চিম গহেরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. জিহাদ ওই এলাকার মো. ফিরোজ মিয়ার ছেলে। সে নারিকেলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে, অভিযুক্ত মুন্না (১৫) একই এলাকার আবুল কাশেমের ছেলে। তারা দুইজন প্রতিবেশী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই এলাকায় অভিযুক্ত মুন্না, সাঈদ ও ভুক্তভোগী জিহাদ মিলে স্থানীয় জুলহাসের চায়ের দোকানের সামনে মুড়ি ভর্তার (মুড়ি মাখা) আয়োজন করেন। এসময় কথা কাটাকাটির জেরে মুন্না জিহাদের পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিজ্ঞাপন
জামালপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনা কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি

