শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খুলনায় যুবক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ এএম

শেয়ার করুন:

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যাদবপুর বাজারে এলাকায় দুর্বৃত্তের গুলিতে রানা শেখ (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তাকে গুলি করে ফেলে যায় দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন।

রানা শেখ আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার হোসেন শেখের ছেলে।

খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাত পৌনে ৮টার দিকে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি গুলি করে। গুলি দুইটি তার বাম হাতে এবং পিঠে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ একটি দেশীয় তৈরি শার্টার গান উদ্ধার করেছে। ঘটনার পরপর পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর