শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কর্মের জন্য খালেদা জিয়া অমর হয়ে থাকবেন: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম

শেয়ার করুন:

কর্মের জন্য খালেদা জিয়া অমর হয়ে থাকবেন: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু নেই। তিনি তার কর্মের জন্য বাঙ্গালী জাতির কাছে অমর হয়ে থাকবেন। বাঙ্গালীর অন্তরে ধানের শীষের মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নাটোর সদরের দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বারবার নতুন প্রেরণা পেয়েছে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় খালেদা জিয়ার আপোশহীন ও সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার দৃঢ় ও ত্যাগী নেতৃত্ব জাতিকে বারবার মুক্তির পথে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন দেশের সাধারণ মানুষের জন্য এক অভিভাবকের প্রতিচ্ছবি। দেশ ও জাতি তার অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহিন, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন ও স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল আহম্মেদ রনি প্রমুখ। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর