সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জে অভিযান চালিয়ে সাতটি ইটভাটার মালিককে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভূঁইয়াগাঁতী এলাকার 'মেসার্স এস অ্যান্ড বি' নামক একটি ইটভাটার চিমনি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
সিরাজগঞ্জ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তুহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের বগুড়া বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন।
আদালত সূত্রে জানা যায়, জরিমানা প্রাপ্ত ইটভাটাগুলো হলো:
| ইটভাটার নাম | এলাকা | জরিমানার পরিমাণ | |
| মেসার্স নয়ন ব্রিকস | পাঁচলিয়া, উল্লাপাড়া | ২ লাখ টাকা | |
| মেসার্স যমুনা ব্রিকস | হাটিকুমরুল, উল্লাপাড়া | ৩ লাখ টাকা | |
| মেসার্স তন্ময় ব্রিকস | দত্তকুশা, রায়গঞ্জ | ৩ লাখ টাকা | |
| মেসার্স শাপলা ব্রিকস | ধোপাকান্দি, উল্লাপাড়া | ১ লাখ ৫০ হাজার টাকা | |
| মেসার্স কেয়া ব্রিকস | রায়গঞ্জ | ১ লাখ টাকা | |
| মেসার্স উজ্জ্বল ব্রিকস | ঘুড়কা, রায়গঞ্জ | ৫০ হাজার টাকা |
অভিযান চলাকালে পরিবেশ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমসহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

