বাংলাদেশের মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন বার্তা নিয়ে ‘Alamgir For Tomorrow’ (আলমগীর ফর টুমোরো) নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন তার বড় মেয়ে শামারুহ মির্জা।
বিজ্ঞাপন
এই ওয়েবসাইটে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। মূলত সাধারণ মানুষের পক্ষে সরাসরি একজন সংসদ সদস্য বা প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সব সময় সম্ভব হয় না। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ নিজের অভিযোগ, সমস্যা ও মতামত সরাসরি পাঠাতে পারবেন, যা সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে যাবে।
ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭টি বিশেষ অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
কর্মসংস্থান: তরুণদের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি।
মৌলিক খাত: শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার প্রদান।
বিজ্ঞাপন
মানবিক ঠাকুরগাঁও: একটি সমৃদ্ধ ও মানবিক জনপদ গড়ার দৃঢ় প্রত্যয়।
সাংস্কৃতিক ঐক্য: জেলার সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও ঐক্য জোরদার করা।
উদ্বোধন অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এই ওয়েবসাইটটি কেবল নির্বাচনকে কেন্দ্র করে তৈরি করা হয়নি; এটি সময়ের দাবি ছিল। ঠাকুরগাঁওয়ের মানুষের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যতে জেলাটিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন সেসব বিষয়কে গুরুত্ব দিয়েই এই উদ্যোগ। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনীসহ বিভিন্ন তথ্য রয়েছে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারবেন।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি

