শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযান, প্রায় ৬৯ লাখ টাকার জাটকা জব্দ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযান, প্রায় ৬৯ লাখ টাকার জাটকা জব্দ

মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের প্রায় ৯ হাজার ৮৫০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। 

বুধবার (৭ জানুয়ারি) গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বুধবার রাতে কোস্টগার্ডের গজারিয়া স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক (বিএন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে গজারিয়ার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

অভিযান চলাকালে জাটকা বহনের দায়ে ট্রাকচালক ও হেল্পারকে আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাটকাগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর