শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক উদ্ধার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

মুন্সিগঞ্জে বিদেশি পিস্তলসহ মাদক উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ৩টি ফেনসিডিলের বোতল ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০। 

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পার্শ্বের একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করেছে র‌্যাব-১০ সিপিসি-২।


বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ০৩টি ফেন্সিডিলের বোতল ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শ্রীনগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর