শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে অটোরিকশায় আগুন

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে অটোরিকশায় আগুন

চাঁদপুরের হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে একটি অটোরিকশায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া রোডের মকিমাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিএনজি চালিত ক্ষতিগ্রস্ত ওই অটোরিকশার মালিক মো. ফয়সাল আহমেদ।


বিজ্ঞাপন


হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আনুমানিক ৬টার দিকে আগুন লাগার সংবাদ পাই। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড হয়েছে প্রাথমিক ধারণা। আগুনে সিএনজি চালিত অটোরিকশার প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ৩ লাখ টাকার মালামাল।‎

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর