চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি ও সংরক্ষণসহ ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
বিজ্ঞাপন
তিনি বলেন, চান্দ্রা বাজার এলাকায় অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে চিটাগং বেকারি মালিককে ২০ হাজার টাকা, একই অপরাধে স্বাদ বেকারি মালিককে ৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে আদর্শ ফার্মেসি মালিককে ৩০ হাজার টাকা, একই অপরাধে মেসার্স শাহা মেডিকেল হল মালিককে ২০ হাজার টাকা এবং বেঙ্গল মেডিকেল হল মালিককে ১৫ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
প্রতিনিধি/ এজে

