বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। ভোট ও ভাতের অধিকার রক্ষা করতে হলে জনগণকে অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে।
হেলাল বলেন, বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জনগণের মতামত ও ভোটাধিকারই সবচেয়ে বড় শক্তি।’
বিজ্ঞাপন
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত সরকার টানা ১৭ বছর এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা প্রতিহিংসার রাজনীতি ও দমন-পীড়নের মাধ্যমে দেশ পরিচালনা করেছে।’
এর ফলে তারা এখন কোথাও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পারছে না, যা তাদের অপকর্মের শাস্তি হিসেবেই গণ্য হচ্ছে।
বুধবার (৭ জানুয়ারি) রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন নাগরিক সমাজের উদ্যোগে উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় (দ্রষ্টব্য: বেগম খালেদা জিয়া জীবিত থাকলে ‘রুহের মাগফিরাত’ এর পরিবর্তে ‘রোগমুক্তি’ বা ‘সুস্বাস্থ্য’ হবে) আয়োজিত দোয়া মাহফিল ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল আরও উল্লেখ করেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনার অঙ্গীকার করে। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, গণতান্ত্রিক ও জনগণের বাংলাদেশ।’
বিজ্ঞাপন
অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আজিজ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এবং রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জি.এম. আসাদুজ্জামান। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রতিনিধি/একেবি

