গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। এসময় পাঁচটি ভাটায় ২৩ লাখ টাকা জরিমানা করাসহ ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলার মেসার্স এম. এ ব্রিকস, মেসার্স এ জেড বি ব্রিকস, এস আই বি ব্রিকস, মেসার্স সরকার ব্রিকস ও মেসার্স আনোয়ারা ব্রিকস নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
এসময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক শের আলম, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক উত্তম কুমারসহ পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
এ বিষয়ে পরিবেশ অধিদফতর, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিচালক (কর্ম) উত্তম কুমার জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।
প্রতিনিধি/ এজে

