শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ভোটাধিকারের জন্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন: বকুল

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম

শেয়ার করুন:

ভোটাধিকারের জন্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন: বকুল

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের সাবেক প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, “ভোট মানুষের এক মূল্যবান সম্পদ। এই ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন। জিয়া পরিবারের মতো নির্যাতিত পরিবার বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয়।”

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে খালিশপুরের চিত্রালী বাজারে ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। আগামী নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে দেশের মানুষ এবার নিশ্চিন্তে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. রুহুল আমীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই স্মরণ সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফারুক হিল্টন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মোবাশ্বির হোসেন শ্যামল।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান উল্লাহ বুলবুল এবং খালিশপুর থানা মহিলা দলের আহ্বায়ক শাহনাজ সারোয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন দারুল মোকাররম জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি তরিকুল ইসলাম, দারুস সালাম জামে মসজিদের ইমাম মুফতি মারুফ হাসান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. তৈয়ব আমীন এবং আলহাজ্ব মিয়া মো. শাহজাহান।


বিজ্ঞাপন


স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর