শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

পেয়ারা বাগানে গাঁজা চাষ, ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি, রাজশাহী 
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

শেয়ার করুন:

পেয়ারা বাগানে গাঁজা চাষ, ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে পেয়ারা বাগানে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে একটি বিশাল গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


গ্রেফতার হওয়া ব্যক্তির নাম আব্দুল মাজেদ (৪৫)। তিনি পবা উপজেলার দুর্গাপারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বেলা পৌনে ১২টার দিকে ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুর্গাপারিলা এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মাজেদের পেয়ারা বাগানে তল্লাশি চালিয়ে ডালপালাসহ প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকেই মাজেদকে গ্রেফতার করে পুলিশ।

আরএমপির মুখপাত্র গাজিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন যে, গাঁজা সেবন ও বিক্রির উদ্দেশ্যেই তিনি বাগানটির ভেতরে গাছটি রোপণ করেছিলেন। তার বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর