জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রেখেছে কর্তৃপক্ষ।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ৬ জানুয়ারি রাত থেকে কারখানার একটি প্লান্টে ইন্টার্নাল ও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে এবং দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা করা হচ্ছে।
কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। নতুন করে উৎপাদন বন্ধ হওয়ায় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ১৯ জেলার সার সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রাখে।
প্রতিনিধি/ এজে

