যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ঘুষ গ্রহণকালে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ টিম।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকা গ্রহণের সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকাসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
ভুক্তভোগী যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর পেনশনের টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। কিন্তু গত তিন মাস ধরে শিক্ষা কর্মকর্তা তাকে নানাভাবে ঘোরাচ্ছিলেন।
নুরুন্নবী আরও অভিযোগ করেন, কাজের বিনিময়ে এর আগে আশরাফুল আলমকে ৮০ হাজার টাকা ঘুষ দেওয়া হয়েছিল। এরপর তিনি আরও টাকা দাবি করেন এবং ঘুষ না দিলে পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে তার মৃত স্ত্রীর 'বেসিক' বা মূল বেতনও কমিয়ে দেওয়া হয়। এভাবে নানাভাবে হয়রানি ও মানসিক নির্যাতন করতে থাকেন এই শিক্ষা কর্মকর্তা।
উপায়ান্তর না দেখে নুরুন্নবী দুদকের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে পেনশনের ফাইল ছাড় করানোর জন্য ১ লাখ ২০ হাজার টাকা হস্তান্তরের সময় ওত পেতে থাকা দুদকের টিম আশরাফুল আলমকে হাতেনাতে আটক করে।
বিজ্ঞাপন
দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
প্রতিনিধি/একেবি

