বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহ বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং ঝিনাইদহ পৌরসভা।


বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বাস টার্মিনালের সরকারি জায়গায় অবৈধভাবে দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও বাস কাউন্টারসহ টিনশেডের ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

Jhenidha_ovijan_photo_01

যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মো. আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুনশি মো. আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মো. সোহাগ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মারুফ বিল্লাহসহ হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আনসার সদস্যরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নড়াইলে ডাকাতি, মোটরসাইকেল, স্বর্ণ ও নগদ টাকা লুট

সে-সময় ছোট বড় প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। সড়কের দুই ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর