বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনি তফসিল ঘোষণা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনি তফশিল ঘোষণা

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ৭ জানুয়ারি সকালে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন স্বাক্ষরিত ঘোষিত তফশিলে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ জানুয়ারি (রোববার) অফিস চলাকালীন সময়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।


বিজ্ঞাপন


পরের দিন ১২ জানুয়ারি (সোমবার) অফিস চলাকালীন সময়ে খসড়া ভোটার তালিকায় আপত্তি দাখিল করা যাবে।

খসড়া ভোটার তালিকার আপত্তি শুনানি ও নিষ্পত্তি ১৩ জানুয়ারি মঙ্গলবার অফিস চলাকালীন সময় অনুষ্ঠিত হবে। পরের দিন ১৪ জানুয়ারি (বুধবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফশিল অনুযায়ী প্রার্থীরা ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) অফিস চলাকালীন সময়ে সমিতির প্রধান অফিস সহকারীর নিকট থেকে নির্ধারিত মূল্যে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন।

মনোনয়ন পত্র ক্রয়ের পরের দিন ১৮ জানুয়ারি (রোববার) দুপুর ৩ ঘটিকার মধ্যে তা দাখিল করতে হবে।


বিজ্ঞাপন


পরবর্তীতে মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ জানুয়ারি (সোমবার) এবং ২০ জানুয়ারি (মঙ্গলবার); প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

প্রত্যাহারের পরের দিন ২১ জানুয়ারি (বুধবার) সমিতির ১১টি পদের জন্য এ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঘোষিত তফশিল মোতাবেক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের এক সপ্তাহ পরে ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিকেল ৩টায় ভোট গণনা করে আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ এর ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর