বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়লে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।


বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সফিপুরে মাহমুদ ডেনিম লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

608052885_853614700772725_1861242639188446906_n

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকদের গত তিন মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টায় তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা ১২টার কিছুসময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন

খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য, প্রতিবাদে মাদরাসা অধ্যক্ষের কক্ষে তালা

607194407_742681368890750_5748299364157163608_n

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাছির উদ্দিন বলেন, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর