নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি হালটের রাস্তার সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির মিয়া নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের কাচারি রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সরকারি হালটের ওপর দিয়ে যাওয়া রাস্তার সীমানা নির্ধারণকে কেন্দ্র করে জীবন ভূঁইয়া ও চন্দন মিয়ার সমর্থকদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ বাধে। ওই ঘটনায় উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছিলেন। তারা ময়মনসিংহ, নেত্রকোনা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সেই ঘটনার জেরে আজ বুধবার সকালে ওই রাস্তা দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের আরও অন্তত ১৫ জন আহত হন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সংঘর্ষে ১৫-১৬ জন আহত হয়েছেন, যাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, এসব ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

