বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঝিনাইদহ ডিসির সঙ্গে ইইউ নির্বাচনি পর্যবেক্ষক কর্মকর্তার সাক্ষাৎ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহ ডিসির সঙ্গে ইইউ নির্বাচনি পর্যবেক্ষক কর্মকর্তার সাক্ষাৎ
ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা গার্ট বিনডার।

ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।


বিজ্ঞাপন


বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অবজারভেশন টিমের লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সাক্ষাৎ করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

thumbnail_1000175934

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের লিয়াঁজো কর্মকর্তা গার্ট বিনডারকে আসন্ন নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নানা উদ্যোগ অবহিত করা হয়। এসময় সংস্থাটির কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে গাইবান্ধায় ‘ভোটের গাড়ি’

এসময় জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠাতে পারে। পর্যবেক্ষক টিম পাঠানোর ব্যাপারে আমরা এখনও কোনো চিঠি পায়নি। তবে তারা হয়ত টিম পাঠানোর আগে বিভিন্ন এলাকায় যাচ্ছেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট দফতরের মাধ্যমেই জেলা পর্যায়ে দেশি-বিদেশি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। মি. গার্ট বিনডার ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক সংস্থার লিয়াঁজো অফিসার। আমরা তাকে ঝিনাইদহ জেলার নির্বাচনি মাঠের ব্যাপারে অবহিত করেছি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর