বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‘আমাকে পুলিশ ধরলো’ পোস্ট দিয়ে জানালেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

শেয়ার করুন:

‘আমাকে পুলিশ ধরলো’ পোস্ট দিয়ে জানালেন যুবলীগ নেতা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে হুমায়ুন কবীর নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়ার পরপরই ওই যুবলীগ নেতা নিজের ফেসবুকে পোস্ট দেন, ‘আমাকে পুলিশ ধরলো’। গ্রেফতারের পর তার দেওয়া ফেসবুক পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ডিলেট করা হয় পোস্টটি। 

বুধবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হুমায়ুন কবির উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের নেতা। এছাড়াও তিনি ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। 


বিজ্ঞাপন


এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকার বলেন,  ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে সন্ত্রাস দমন আইনের মামলায় যুবলীগ নেতা হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হুমায়ুন কবীর ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমানে ওয়ার্ড যুবলীগের কমিটিতে রয়েছেন।

গ্রেফতারের বিষয়টি ফেসবুকে পোস্ট দেওয়া প্রসঙ্গে ওসি বলেন, ‘যুবলীগ নেতা গ্রেফতারের পর কীভাবে সেলফি তুলে কিংবা পোস্ট দিয়েছে, সেটা তো বুঝতে পারলাম না। তবে ও হয়তো দেয়নি। ওর স্ত্রী দিয়েছে হয়তো। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে ওসির সঙ্গে কথা বলার পর হুমায়ুনের ফেসবুক আইডিতে ওই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর