পটুয়াখালীতে ফের বেড়েছে ঘন কুয়াশার দাপট। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় গত দুই বছরের সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
এসময় জেলার অনেক স্থানের কুয়াশার দৃশ্যমানতা ছিল ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সড়ক ও নৌপথের যান চলাচল। দিনের বেলায়ও চলতে হচ্ছে, হেড লাইট জালিয়েছে। অতি ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ। চরম বেকায়দায় পড়েছেন চরাঞ্চলের বাসিন্দাসহ গভীর সাগরের মাছ শিকারি জেলেরা।
![]()
বিজ্ঞাপন
এদিকে অনেকেই শীত নিবারনে আগুন পোহাচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
পটুয়াখালী আবহাওয়া অফিস মাহবুব রহমান সুখী জানান, আজ ঘন কুয়াশার জন্য সূর্য দেখা যায়নি। তবে আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিনিধি/এসএস

