নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা-নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন— সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে ‘পলিথিন জাকির’ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য। গ্রেফতার জাকির হোসেন পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অপরদিকে খালেদা আক্তার রোজি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মৃত রেহান উদ্দিনের মেয়ে।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ও নারায়ণগঞ্জের পৃথক স্থানে অভিযান চালানো হয়। জেলা ডিবি পুলিশ ঢাকার বনশ্রী আবাসিক এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে। অন্যদিকে, সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা থেকে খালেদা আক্তার রোজিকে গ্রেফতার করে। জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে। তিনি চাঁদাবাজি, ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, ডাকাতি, ছিনতাই এবং মাদক কারবারের মতো গুরুতর অপরাধে জড়িত বলে অভিযুক্ত। এছাড়া ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলারও অন্যতম আসামি তিনি।
বিজ্ঞাপন
পুলিশ নিশ্চিত করে খালেদা আক্তার রোজি ঢাকা ও নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি

