বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকা মেইলে সংবাদ প্রকাশ

নারীকে বিদ্যুতের পিলারে বেঁধে গণপিটুনির ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

নারীকে বিদ্যুতের পিলারে বেঁধে বেধরক গণপিটুনির ঘটনায় গ্রেফতার ১

ছিনতাইয়ের অভিযোগে নারীকে বিদ্যুতের পিলারে বেঁধে বেধরক গণপিটুনির ঘটনায় মোখলেছুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী। গতকাল সোমবার রাত ১১টায় তাকে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতার মোখলেছুর রহমান নগরীর ধাপ এলাকায় একটি ল্যাব এর মালিক বলে জানা গেছে। 


বিজ্ঞাপন


এর আগে, রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে রংপুর নগরীর ধাপ এলাকায় ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে বিদ্যুতের পিলারে বেঁধে বেধরক গণপিটুনি দেয় কয়েকজন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিও নিয়ে পরের দিন সোমবার সকালে সংবাদ প্রকাশ করে ঢাকা মেইল। 

সেই ভিডিওতে দেখা যায়, ওই নারীকে বিদ্যুতের পিলারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। অনেক লোকের সমাগম। সেখানে পুরুষের পাশাপাশি নারীও রয়েছে। এরপর চুল ও দাড়িতে মেহেদী রং করা এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি লাঠি দিয়ে সজোরে আঘাত করছেন ওই নারীক। এমন সময় কেউ একজন বলছেন, ‘মারিয়েন না, মারিয়েন না’। এমন কথা শুনে লাঠি হাতে আঘাতকারী খুব রাগান্বিত ভাবে পিছনে ঘুরে তাকায় মারতে নিষেধকারীর দিকে। আবার অনেকে শুধু ওই নারীর হাতে মারার জন্য বলতে থাকে। পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির আঘাত করা শেষ হলে লাল জ্যাকেট পরিহিত এক ব্যক্তি শুধু ওই নারীর হাতে আঘাত করা শুরু করে। এভাবেই গণপিটুনি দেওয়া হয় ওই নারীকে।

আরও পড়ুন: ছিনতাইয়ের অভিযোগে নারীকে গণপিটুনি

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, একজন নারীকে বিদ্যুতের পিলারে বেঁধে বেধরক গণপিটুনির ঘটনা জানার পরপরই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোখলেছুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে। 


বিজ্ঞাপন


এদিকে, মব সৃষ্টি করে নারীকে বিদ্যুতের খুঁটির সাথে বেধে অমানবিক নির্যাতনের অপরাধে মোখলেছুর রহমানকে গ্রেফতার করায় অনেকেই ধন্যবাদ জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কে। গ্রেফতার মোখলেছুর রহমানের শাস্তি হউক এই কামনা করেন তারা। এসময় সংবাদটি প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য ঢাকা মেইলের প্রতিও কৃতজ্ঞতা জানান অনেকেই।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর