বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে আটক আ.লীগ নেতা কারাগারে 

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে আটক আ.লীগ নেতা কারাগারে 

লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


বিজ্ঞাপন


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হালিম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাকে সোমবার (৫ জানুয়ারি) রাতে ভবানীগঞ্জের বাড়ি থেকে আটক করা হয়। তবে হালিমের বিরুদ্ধে কোন মামলা ছিল না বলে জানিয়েছে স্বজনরা।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, হালিম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। তবে কার্যালয়ের বাহিরে থাকায় মামলার বিস্তারিত জানাতে পারননি তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর