বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫২ পিএম

শেয়ার করুন:

ভোটার হতে দুপুরে ইসিতে যাবেন তারেক রহমান
তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জে দোয়া মাহফিলে অংশ নেবেন। ওই দিন বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক শিল্পপার্কে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এ দোয়ার আয়োজন করা হয়েছে। 

সিরাজগঞ্জে এই বিশেষ দোয়া মাহফিলে তারেক রহমানের অংশগ্রহণকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


বিজ্ঞাপন


সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এতথ্য নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার পর ১১ জানুয়ারি প্রথমবার ঢাকার বাইরে কোনো জেলা সফরে যাচ্ছেন। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর