বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে সদর উপজেলায় ৪টি এবং মিরপুর উপজেলায় ৪টি মোট ৮টি অবৈধ ইটভাটায় ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাক্তক ক্ষতিকর হওয়ায় ৮টি ইটভাটা আংশিক ভেঙে দেওয়া হয়।

আরও পড়ুন

নলছিটিতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, ডিলারকে অর্থদণ্ড

অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. এমদাদুল হক, সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার, পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানাসহ অন্যান্য কর্মচারীসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়।


বিজ্ঞাপন


1000003996

এ সয় মিরপুর উপজেলার মশান পিপিআর ব্রিকসকে ৪ লাখ টাকা, চুনিয়াপাড়া এসকে আর ব্রিকসকে ৪ লাখ টাকা, মির্জানগর ভিভি ব্রিকসকে ৪ লাখ টাকা, কুষ্টিয়া সদর উপজেলার পৌরসভা এলাকায় বারখাদা ৪টি ইটভাটায় ১২ লাখ টাকা এবং কুষ্টিয়া জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলীর ভাটা বলিদাপাড়া এবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করে। কুষ্টিয়া পৌরসভার বারখাদা এলাকার ৪টি ইটভাটা মালিক পরবর্তীতে বছর থেকে আর ইটভাটা পরিচালনা করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। পরিবেশ অধিদফতর জানায়, কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর