বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় সরকারি রাস্তার জায়গা নির্ধারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৬

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় সরকারি রাস্তার জায়গা নির্ধারণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২৬
চিরাং ইউনিয়নের বাট্টা এলাকায় উভয় পক্ষের কয়েকশো লোক রামদা-বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি রাস্তার জায়গা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়েছেন।


বিজ্ঞাপন


আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা নেত্রকোনা সদর হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকশো মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

আরও পড়ুন

পাবনার ভাঁড়ারায় শতাধিক গরু চুরি, এলাকাবাসীর সড়ক অবরোধ-মানববন্ধন

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


1000179356

স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টা এলাকার জীবন ভুঁইয়া ও চন্দন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। একাধিকবার গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা হলেও, সম্প্রতি ওই জমির পাশ দিয়ে যাওয়া সরকারি হালটের রাস্তার অংশ নির্ধারণ নিয়ে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। আজ সকালে চন্দন মিয়ার লোকজন সরকারি রাস্তার অংশে সুরকি ফেলতে গেলে জীবন ভুঁইয়ার লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের কয়েকশো লোক রামদা-বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা কিছু সময়ের জন্য রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের মোট ২৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

thumbnail_1000179362

কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, ময়মনসিংহ থেকে একটি মিটিং শেষে এলাকায় যাচ্ছি। বাট্টা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি। কী কারণে সংঘর্ষ এবং আহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানি না। আহতদের কেউ কেউ ময়মনসিংহ, নেত্রকোনা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে খবর পেয়েছি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আপাতত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর