গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা সেবনকালে স্থানীয় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকার রবিউল হকের ছেলে মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), মৃত দীনেশ চন্দ্রের ছেলে জ্যোতিষ চন্দ্র (৩৫) ও তাজুর ইসলামের ছেলে বারেক মিয়া (৪৫)। এর মধ্যে মহির মিয়া উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা সেবনকালে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়।
প্রতিনিধি/এসএস

