কুমিল্লার সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুমিল্লা ১০ বিজিবি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার চৌদ্দগ্রাম আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত, গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।
এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, পিএসসি, কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ বিজিবির অফিসারা। বিজির হাতে শীতবস্ত্র পেয়ে ৬শতাধিক মানুষ মহাখুশি।
প্রতিনিধি/ এজে

