মানিকগঞ্জে খেজুর গাছের রস ছাড়া ভেজাল গুড় তৈরি করার কারণে জরিমানাসহ কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভোক্তা অধিকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজম পাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুরের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-কারী পরিচালক (অতিরিক্ত পরিচালক) আসাদুজ্জামান রুমেল।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মোজম পাড়া গ্রামের ককেল তার কারখানায় ভেজাল খেজুরের গুড় তৈরি করে বাজারে বিক্রিয় করছেন। এমন অভিযোগে আজ ভোরে কারখানাটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় তারা দেখতে পায় ককেল ও তার স্ত্রী চিনি, পানি ও বাহিরে থেকে আনা ঝোলা দিয়ে গুড় তৈরি করছেন। খেজুর গাছের রস ছাড়াই। সে জন্য তার কারখানাটি গুঁড়িয়ে দেওয়াসহ ১ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়ে। সেখানে গিয়ে দেখতে পায় কারখানায় ককেল ও তার স্ত্রী খেজুর গাছের রস ছাড়াই পানি, চিনি, ঝোলা দিয়ে গুড় তৈরি করছেন। সে জন্য তার কারখানাটি গুঁড়িয়ে দেওয়াসহ এক হাজার টাকা জরিমানা করা হয় এবং আবার তিনি যদি ভোজাল গুড় তৈরি করেন তাহলে তার বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে।
তিনি আরও বলেন, ভেজাল গুড় যাতে কেউ তৈরি করতে না পাড়ে সে জন্য আমাদের এমন অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/টিবি

