চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে বালু বোঝাই ট্রাক ও মাছবাহী আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৪৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আলমসাধুর চালক জহুরুল ইসলাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে একটি আলমসাধু চুয়াডাঙ্গা হয়ে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল। মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে আলমসাধুটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আলমসাধুর আরোহী মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলী মারা যান।
নিহত মোহাম্মদ আলী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ পাড়া গ্রামের শামসুল হক ফরাজির ছেলে। আহত আলমসাধু চালক জহুরুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস

