জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ তাহরিমা আক্তার সুরভীর বিরুদ্ধে আনা অভিযোগকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে গিয়ে নাহিদ ইসলাম এমন দাবি করেন।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে জামিনে মুক্তি পাওয়া সুরভীর খোঁজ নিতে গিয়ে তিনি বলেন, জুলাই যুদ্ধের যোদ্ধাদের বিচার নয় বরং সুপরিকল্পিতভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আসন্ন নির্বাচন সামনে রেখে গণ-অভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিদের বিতর্কিত করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে।
নির্দিষ্ট কিছু গণমাধ্যমের নাম উল্লেখ করে তিনি বলেন, কালের কণ্ঠ, কালবেলার মতো মিডিয়া হাউজগুলো এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। এই মিডিয়াগুলোর মালিক এবং সম্পাদক কারা তা দেশবাসী জানে।
তিনি আরও অভিযোগ করেন, দেশের বড় দুটি মিডিয়া হাউজের সম্পাদক একটি বিশেষ রাজনৈতিক দলের মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন এবং নির্দিষ্ট কোনো দলকে বিজয়ী করার প্রচারণা চালাচ্ছেন, যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ।
বিজ্ঞাপন
দলের মধ্যে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে জানিয়ে নাহিদ ইসলাম ছাত্র-জনতাকে আরও সতর্ক থাকার আহ্বান জানান। তিনি মনে করেন, সুরভীর বিরুদ্ধে করা মামলাটিও এই ষড়যন্ত্রের একটি অংশ।
এর আগে সোমবার (৫ জানুয়ারি) সকালে একজন সাংবাদিকের করা অপহরণ ও চাঁদাবাজির মামলায় সুরভীকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই খবরের পর আদালত চত্বরে ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তী সময়ে বিকেলেই আইনজীবীদের পক্ষ থেকে রিভিশন আবেদন করা হলে আদালত রিমান্ড বাতিল করে রাতে সুরভীর জামিন মঞ্জুর করেন।
প্রতিনিধি/টিবি

