বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হাতিয়ায় তিনদিন ধরে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৬ এএম

শেয়ার করুন:

হাতিয়ায় তিনদিন ধরে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

গত তিনদিন ধরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাতাস ও কুয়াশায় প্রচণ্ড শীত বিরাজ করছে। এতে জনজীবন প্রায় বিপর্যস্ত।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গত তিনদিন ধরে প্রায় দুপুরের দিকে সূর্যের দেখা মেলে। কখনো ১০টায়, কখনো বা দুপুরে সূর্য একটু আধটু দেখা দিয়ে আবার কুয়াশার আড়ালে লুকিয়ে যায় উপকূলীয় এ অঞ্চলে।

thumbnail_IMG20260106084648_01

সিগন্যাল লাইট ও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহনসমূহ চলাচল করতে দেখা গেছে।

শীতের পাশাপাশি বয়ে যাওয়া উত্তরীয় ঠান্ডা বাতাসের কারণে জনজীবনে মারাত্মক ব্যাঘাত ঘটছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

হিমেল হাওয়ায় কাঁপছে মৌলভীবাজার

সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শ্রমজীবী মানুষ শীতের পোশাক পরেই কর্মক্ষেত্রে নিয়োজিত। একই ধাঁচে পথচারীও ছুটছেন তাদের গন্তব্যে। অনেকে তাদের পুরাতন শীতের পোশাক গবাদিপশুর গায়ে মুড়িয়ে জমিতে ঘাস খেতে দিচ্ছে।

উপজেলার শুন্যেরচরের আফছার বলেন, একে তো শীত, আরও চলছে বাতাস। সবমিলিয়ে কনকনে ঠান্ডায় মানুষ যেমন কাঁপছে, সেই সঙ্গে গবাদিপশুও কাঁপছে। এজন্য তার ছাগলকে পুরাতন জ্যাকেট মুড়িয়ে দিয়েছে।

thumbnail_IMG20260102092551_01

লক্ষ্মীদিয়া এলাকার করিম নামের এক শ্রমিক জানান, প্রচণ্ড শীত পড়ছে, সূর্যও ঠিকমতো উঠছে না। তবুও পেটের দায়ে কাজে নামতে হচ্ছে।

এদিকে, ঘন কুয়াশায় হাতিয়ার প্রকৃতি ঢেকে থাকায় অতি সাবধানতার সঙ্গে নৌ চলাচল করার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম, পতেঙ্গা আবহাওয়া দফতরের পূর্বাভাস কর্মকর্তা বসির আহম্মেদ হাওলাদার জানিয়েছেন, এই অঞ্চলে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া মাঝারি ও ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। আজকের তাপমাত্রা সর্বোচ্চ ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলেও উল্লেখ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর