আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম নির্বাচনি মাঠ। মনোনয়ন জমার পর থেকে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্র প্রার্থীদের জমা দেওয়া হলফনামার দিকে। কার কত সম্পদ, যোগ্যতা এসব নিয়ে কৌতূহল রয়েছে তাদের। খুলনার ছয়টি আসনের মধ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াত ইসলামী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ায় দেশি-বিদেশি অঙ্গনে শুরু হয় তোলপাড়।
দলের অন্য প্রার্থীদের থেকে তিনি সম্পদে এগিয়ে থাকলেও পিছিয়ে শিক্ষায়। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি। অন্যদিকে জামায়াতের খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান সম্পদে পিছিয়ে সবার থেকে। তার বিরুদ্ধে থাকা ১০টি মামলায় খালাস ও অব্যাহতি পেয়েছেন। অন্যদিকে কোনো মামলার আসামি নন কৃষ্ণ নন্দী।
বিজ্ঞাপন
জেলা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, কৃষ্ণ নন্দী নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি।
জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীর অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে ২০ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৯২৪ টাকার। যার মধ্যে নগদ অর্থ ঋণসহ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা হলফনামায় উল্লেখ করেছেন তিনি। ব্যবসা ও কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা।
তার হলফনামা পর্যালোচনা করে আরও দেখা যায়, জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী অস্থাবর সম্পদ ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা এবং স্থাবর সম্পদ এক কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার সম্পদ রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা, ৪৭ লাখ টাকা মূল্যের একটি নিশান জিপ ও একটি টয়েটো প্রোভাক্স প্রাইভেট কার, উপহারের ১৫ ভরি স্বর্ণালংকার, ২ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য, উপহারের আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। স্থাবর সম্পদের মধ্যে ২.৪৭ একর কৃষি জমির অর্জনকালীন মূল্য ৯৬ লাখ ২৫ হাজার টাকা, ৩৯ লাখ টাকা মূল্যের ০.৫১৫০ একর অকৃষি জমি, ডুমুরিয়ার চুকনগরে ২৮ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের ২টি তিনতলা পাকা বাড়ি রয়েছে তার।
বিজ্ঞাপন
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী বছরে ৩০ হাজার ৮০০ টাকার আয়কর প্রদান করেছেন।
অন্যদিকে হলফনামার তথ্যমতে, জামায়াতের প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান এমএসসি পাশ, পেশা শিক্ষকতা। তার অস্থাবর ও স্থাবর সম্পদ রয়েছে ৯ লাখ ৭৩ হাজার ৪৩৯ টাকার। তার বার্ষিক আয় ৮ লাখ ২৬ হাজার ৯০১ টাকা। এরমধ্যে সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত ৮ লাখ ১৮ হাজার ৭৯০ টাকার, ১ লাখ ১৬ হাজার টাকার মোটরযান রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৫৩৮ টাকার অকৃষি জমি রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে তিনি ৪ হাজার টাকা আয়কর প্রদান করেছেন।
প্রতিনিধি/এসএস

