বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

শীতে কাঁপছে দিনাজপুর, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

উত্তরের জনপদ দিনাজপুরে বইছে কনকনে শীতের তীব্রতা। টানা কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই, আর বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। চারদিক ঢেকে থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ।


বিজ্ঞাপন


দিনের বেশির ভাগ সময় সূর্যের অনুপস্থিতি ও হিমেল বাতাসের প্রভাবে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে চলাচল করা দূরপাল্লার যানবাহনগুলোকে সারাদিনই হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, ফলে যাতায়াতে বাড়ছে ঝুঁকি ও ভোগান্তি।

দিনমজুর কাদের বলেন, কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর তীব্র শীত আমাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে। শীত নিবারণের মতো গরম কাপড় কেনার সামর্থ্য আমাদের নেই, ফলে প্রতিটি সকাল শুরু হয় অসহ্য কষ্ট নিয়ে। বড় লোকেরা চাইলে এই ঠান্ডায় ঘরেই থাকতে পারেন, কিন্তু আমাদের সেই সুযোগ নেই। আমরা দিন আনি দিন খাই—কাজ না করলে চুলায় আগুন জ্বলে না। স্ত্রী-সন্তানের মুখে দু’মুঠো খাবার তুলে দেওয়ার তাগিদেই কনকনে শীত উপেক্ষা করে আমাদের বাইরে বের হতে হয়। জীবনের তাগিদে বাধ্য হয়েই আমরা প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন

বান্দরবানে সারাদিন মেলেনি সূর্যের দেখা, তাপমাত্রাও কম

শিক্ষার্থী তাপসী রায় ব‌লেন, প্রচণ্ড শীতের কারণে প্রতিদিন স্কুলে যাওয়া আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। ঠান্ডার প্রভাবে নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, অনেক সময় শারীরিক অসুস্থতাও অনুভব করতে হয়। ফলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।


বিজ্ঞাপন


দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

তিনি আরও বলেন, চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে এবং এর পরিধি বাড়ার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর